প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমরা আজকে আপনাদের সামনে অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা আজ আলোচনা করব আপনি অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজিতে কিভাবে ভাল রেজাল্ট করতে পারবেন। সত্যি কথা বলতে গেলে অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজিতে শুধু পাশ মার্ক টা তুলতে পারলেই হয় ।খুব বেশি ভালো রেজাল্ট না করলেও কোন সমস্যা হয় না।
সকল পরীক্ষায় আমরা বিগত বছরের 90 থেকে 100% পর্যন্ত কমন সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।
অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজিতে পাস করা টেকনিক।
জিতে ভালো করতে হলে আমাদের অবশ্যই ইংরেজি বেসিক বিষয়গুলো অবশ্যই আয়ত্ত করতে হবে। ইংরেজিতে ভাষাগত দক্ষতা থাকতে হবে ব্যাকরণ ভালো জানতে হবে লেখার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে সাহিত্যের প্রতি আগ্রহ থাকতে হবে। উপরের পয়েন্ট গুলো আপনার মাঝে না থাকলে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে যদি থাকে তাহলে আনন্দের সাথে আমার জীবন পাশ করতে পারবেন আপনাকে বেশি পড়াশোনা করতে হবে না। অনার্সে আপনাকে ইংরেজি গ্রামার শেখাবে না ব্যাকরণ এর উপর আমাদের হাতা গোনা কয়েকটি করছিল যা কাউকে নতুন করে ব্যাকরণ শিক্ষার্থী যথেষ্ট না সুতরাং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে দক্ষতা আছে সেটির উপর বিবেচনা করে ভর্তি হয়ে যেতে পারেন অনার্সে। অবশেষে বলা যায় যে অনার্স লেভেলে এসে ইংরেজি প্রতি কোনো ভয় করা যাবে না।
অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন ২০২৩
- দ্বিতীয় বর্ষে যে বিষয়গুলো পরীক্ষা খাতায় আসে সেগুলো নিচে তুলে ধরা হলো।
Comprehension Test
Correction of common error
Poster
notice
slogan
memo
Advertisement
Paragraph
Report writing
Letter
application
reference
easy
farming coaching
Articles
right from Verb
Punctuation
Translation from Bengali to English
উপরের প্রতিটি টপিক থেকে এই বছর প্রশ্ন আসবে এবং আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রতিবছরের ন্যায় ১০০% সাজেশন তুলে ধরার চেষ্টা করব।
Advertisement Writing honours 2nd year
1. Write An advertisement as a Managing Director of a Company asking for applications from eligible candidates for the post of sales Executive.
2. Suppose, you are the marketing manager of a biscuit factory. You need some dailies for your company. Write an advertisement for the Dailies
3. Suppose you are the principal of a college and you want a point for a lecture in English. Now right advisement in the newspaper.
4. Suppose you are the owner of a flat. You want to let it now and advisement
5. Write an at-measurement for the post of office assistant.
6. Prepare an advertisement for a new Shampoo.
7. Write an advertisement spring application for the post of manager in a five-star hotel.
Slogan writing Honours 2nd year
1. Make a slogan Creating awareness against militancy.
2. Suppose a seminar against corporations will be held on solar in October 2002 at the press club. Now, write slogans against corruption.
3. Imagine you are an ecologist. now, Write slogans save the environment from being polluted.
4. Suppose a seminar will be held on 25 September 2022 at a hotel sonar gaon on the bad effects of smoking. Now write some slogans against smoking 🚬
5. Make slogans creating awareness for child rights.
আমাদের দেওয়া আজকের পোষ্টের প্রত্যেকটি প্রশ্নই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরো শর্ট সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটে সঙ্গেই থাকতে হবে।
এবং নিয়মিত ভিজিট করে সব তথ্য আপনাদের নিতে হবে।